প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১০:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২১, ১০:০৩ অপরাহ্ণ
পঞ্চগড়ে আগুনে পুড়ে সর্বস্বান্ত ১৩ টি পরিবার

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে আগুনে ২২ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ১৩ টি পরিবারের ঘরে থাকা সবকিছুই পুড়ে গেছে।সোমবার বিকালে সদর উপজেলার মাঝিপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। পরে এলাকাবাসীসহ ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাতমেরা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। তবে ভয়াবহ এ আগুনে ২২ টি ঘরসহ, ধান, চাল ও নগদ টাকা পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরূপণ করা যাবে। তবে ২০ টির মতো ঘর পুড়ে গেছে।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম,স্থানীয় চেয়ারম্যান আতাউর রহমানসহ আ,লীগ নেতৃবৃন্দ ।
উপজেলা নিবার্হী অফিসার আরিফ হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ১৩ টি পরিবারের মধ্যে শুকনো খাবার ও কম্বল দিয়েছি।তাদের তালিকা সংগ্রহ করেছি। আগামীকাল তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টিন ও নগদ অর্থ বিতরণ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube