প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২১, ৮:১৬ অপরাহ্ণ
পঞ্চগড়ের ১০ ইউনিয়নের সকল কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
আগামীকাল রোববার (২৬ ডিসেম্বর) চতুর্থধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পঞ্চগড়ের বোদা উপজেলার ৯টি ও আটোয়ারী উপজেলার ১টিসহ মোট ১০টি ইউনিয়নে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে এসব নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়।
এসময় নির্বাচনী সরঞ্জাম বিতরণের আগে দুই উপজেলার ১০ ইউনিয়নের সকল কেন্দ্রের দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে আইন শৃঙ্খলা বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিট্রেট সোলেমান আলী।
এসময় তিনি বলেন, ভোট চলাকালিন কোন রকম পক্ষপাতিত্ব করা যাবে না। কেউ যদি এর ব্যত্য়য় ঘটান তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।পরে একেক করে সকল ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম প্রেরণের কার্যক্রম শুরু করা হয়।
এদিকে পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, নির্বাচন পরিচালনার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে নির্বাচন সুষ্ঠু করতে আনসারের পাশাপাশি আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য পুলিশ, প্রশাসন, বিজিবি, র্যাব মোতায়েন করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube