প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৩:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২২, ৮:৪৭ অপরাহ্ণ
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত ফেরত বাংলাদেশি এক দম্পতির করোনাভাইরাস শনাক্ত হয়েছে।করোনা শনাক্তরা হলেন, দিনাজপুর জেলার সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের বাসিন্দা আবু বাশার (৫৭) ও তার স্ত্রী মুসতারিয়া বেগম (৫০)।
শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে এন্টিজেন পরীক্ষায় ওই দম্পতির করোনা শনাক্ত হয়।
সন্ধায় করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা বলেন,তারা দুজনে সুস্থ্য আছে এবং দিনাজপুর প্রশাসনের মাধ্যমে তাদের নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। তবে এখানে এলাকায় আতঙ্কের কিছু নেই। আমরা সকল ধরণের স্বাস্থ্য বিধি মানতে বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ইমিগ্রেশন) নজরুল ইসলাম বলেন, ওই দম্পতি বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে প্রবেশ করার সাথে সাথে তাদের দু’জনের এন্টিজেন টেস্ট করা হলে তাদের শরীরে করোনা শনাক্ত হয়। পরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহার নির্দেশে স্থলবন্দর হতে তাদের নিয়ে যাওয়া হয়। উপজেলা প্রশাসন দিনজপুর প্রশাসনের সাথে কথা বলে তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে দিনাজপুরে পাঠানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube