প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২০, ৩:০৭ অপরাহ্ণ
পঞ্চগড়ের আটোয়ারীতে অসামাজিক কাজে লিপ্ত থাকায় আইনজীবী আটক

আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে আইনজীবী এইচ,এম, হাবিবুর রহমান(হাবিব) এর নামে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা দায়ের হয়েছে। আইনজীবী হাবিব দেওয়ানী ও ফৌজদারী আদালত জজকোর্ট,পঞ্চগড়ে কর্মরত। তিনি ধামোড় ইউনিয়নের বারাগাঁও গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র।
জানা গেছে, গতকাল শুক্রবার (১১সেপ্টেম্বর) আলোয়ােখোয়া ইউনিয়নের মলানি গ্রামের ১০ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ফুঁসলিয়ে ধর্ষণের জন্য মির্জাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সুশিলের বাড়ীতে নিয়ে যায় এবং অসামাজিক কাজে লিপ্ত থাকায় এলাকাবাসী হাবিবকে আটক করে।
বিষয়টি আপসের জন্য জোড় অনুরোধ করলে মেয়ের ভবিষ্যৎ দিক বিবেচনা করে মেয়ের দাদার বাসা রাধানগর ইউনিয়নে হওয়ার ওই ইউনিয়নের চেয়ারম্যানের কাছে সোর্পদ করে।
মেয়ের পরিবার দরিদ্র হওয়ায় তার ভবিষ্যৎ বিষয়ে আলোচনা করলে প্রত্যাখ্যান করেন । পরবর্তীতে চেয়ারম্যান মো. আবু জাহেদ আটোয়ারী থানা পুলিশের হাতে তুলে দেন।
ভিকটিম জানায় , সে তার নানার বাড়ীতে বেড়াতে গেলে সেখান থেকে তার বাবার সাথে সাক্ষাৎ করবে বলে নিয়ে হাবিব বন্ধুর বাড়ীতে গিয়ে ধর্ষণ করে।
মেয়ের মা জানান, অ্রাড. হাবিব আমার স্বামীকে সুদের উপর ১৫ হাজার টাকা দেন। সে সুবাদে আমি তাকে চিনি। সে বেশ কয়েকবার আমার বাসায় আসে। সেই সুযোগকে কাজে লাগিয়ে আমার মেয়ের এ সর্বনাশ করেছে।
এদিকে মেয়ের আত্বীয় -স্বজন তাকে নিয়ে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।
এ ঘটনার পরে আটোয়ারী থানায় মেয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে যাহার নং ১০।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডা.রাজিউর রহমান রাজু বলেন, ধর্ষণের প্রাথমিক আলামত পেয়েছি। তার পরেও নিশ্চিত হওয়ার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দিন জানান, মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।আটক আসামীকে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube