আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদা উপজেলায় সাপের দংশনে শাহিন আলম (কালু মিয়া) (৪০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার কালিয়াগঞ্জ কাজলদিঘি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার সফিকুলের বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।
কালু মিয়া পঞ্চগড় সদর উপজেলার ৪নং কামাত কাজলদিঘি ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকার রহিম বাদশার ছেলে । কালু মিয়া সাপ দিয়ে খেলা দেখিয়ে আর ওঝাগিরি করে সংসার চালাতেন বলে জানা গেছে ।
সাথে থাকা মোঃ মিলন হোসেনের কাছ থেকে জানা যায়, ওই এলাকার সফিকুলের বসত বাড়ির ধানের গোলার নিচে মুরগী রাখতো , পাশে গর্ত থাকায় গর্ত থেকে সাপ বের হয়ে মুরগীর বাচ্চা খায়। বাড়ির পরিবারের লোকজন দেখতে পেয়ে কালু মিয়াকে খবর দেয়। বড় সাপ আছে এমন খবর পেয়ে সাপ ধরতে যায় কালু। সফিকুলের বাড়ি থেকে একটি বিষাক্ত সাপ উদ্ধার করে বস্তাবন্দিও করেন তিনি। বস্তাবন্দি করার সময় হঠাৎ অসাবধানতা বশত সাপ তাকে নাভীর উপরে দংশন করে। দংশনের কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
কালিয়াগঞ্জ কাজলদিঘি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল উদ্দীন, সাপের কামড়ে (কালু) নামের এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।