আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বালুর স্তূপকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় খলিলুর রহমান খলিল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,খলিলের সঙ্গে প্রতিবেশী সোলেমানের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ি যাওয়া -আসার রাস্তা নিয়ে বিরোধ চলছিল। খলিল নতুন ঘর নির্মাণের জন্য রাস্তায় বালু স্তূপ করে রাখেন। শুক্রবার বিকেলে সোলেমান, খলিলের বাড়ির উপর দিয়ে বিদ্যুতের তার টানতে গেলে খলিল তাতে বাধা দেয়। এতে প্রতিপক্ষ সোলেমান ক্ষিপ্ত হয়ে উঠেন।তাদের বাড়ির সামনে বালু স্তূপ করা হয়েছে কেন এ কথা বলতেই খলিল ও সোলেমানের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।এক পর্যায়ে মারধরে খলিলের মাথায় লাঠি দিয়ে আঘাত করে সোলেমান ।
এতে খলিল মাটিতে লুটিয়ে পড়লে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক ডা. পলাশ চন্দ্র সাহা তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) জহুরুল ইসলাম প্রতিবেশী সোলেমানের লাঠির আঘাতে খলিল নামের এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।