আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধিঃ
‘দৈনিক রূপালি বাংলাদেশ’ পত্রিকার উদ্বোধনী সংখ্যা উপলক্ষে পঞ্চগড়ে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ অক্টোবর) দুপুরে পত্রিকাটির পঞ্চগড় প্রতিনিধি ইনসান সাগরেদের আয়োজনে পঞ্চগড় প্রেস ক্লাব থেকে র্যালিটি বের হয়ে পঞ্চগড় সিনেমা হল সড়ক ঘুরে আবার পঞ্চগড় প্রেস ক্লাবে এসে শেষ হয়। র্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় পঞ্চগড় প্রেস ক্লাবের আহ্বায়ক ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সরকার হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আদম সুফি, সদর থানা বিএনপি আহ্বায়ক আনোয়ার হোসেন, জাসাসের সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা ইউনুস শেখ, জেলা মহিলা দলের সভানেত্রী আরজু মান্দ বানু মুক্তি, সাবেক ছাত্রনেতা আবুল কাশেম রুমেল,বিশিষ্ট সমাজসেবক রাজিউর রহমান(রাজু) জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদার রহমান (মাহাবুব), সদস্য সচিব আনোয়ার হোসেন তাপস, যুগ্ম- আহ্বায়ক আব্দুর রাজ্জাক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান (জাপান),সাবেক ছাত্র ও যুব নেতা আলি আহসান প্রধান (নাহিদ),সাবেক ছাত্র ও যুবনেতা মো. হায়তুন ও সাবেক ছাত্রনেতা মহিদুল ইসলাম দিপু।
এসময় উপস্থিত বক্তারা বলেন, এই জেলার উন্নয়নে গণমাধ্যমকর্মীরা মুখ্য ভুমিকা পালন করবে। অন্যায়,কৃষ্টি- কালচার,ইতিহাস -ঐতিহ্যসহ সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরবেন বলে আমরা বিশ্বাস করি। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ‘দৈনিক রূপালি বাংলাদেশ’ পত্রিকার উদ্বোধনী সংখ্যা উপলক্ষে কেক কাটা হয়।উদ্বোধনী সংখ্যায় উপস্থিত ছিলেন, ৭১ টেলিভিশন জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন রনিক, আরটিভি জেলা প্রতিনিধি হারুন অর রশীদ হারুন,দৈনিক দিনকাল প্রতিনিধি মো:সাব্বির হোসেন, ইনকিলাব জেলা প্রতিনিধি সম্রাট হোসেইন,নাগরিক টিভি জেলা প্রতিনিধি সাইদুজ্জামান রেজা, বৈশাখী চ্যানেল প্রতিনিধি মো:রকি,এটিএন নিউজ সিদ্ধার্থ, দৈনিক লোকায়ন জেলা প্রতিনিধি বদরুদ্দোজা প্রধান (বাধঁন), CNI জেলা প্রতিনিধি আল মাসুদ,দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি মো. ইকবাল বাহার,ভোরের আকাশ জেলা প্রতিনিধি নুর হাসান,এশিয়ান চ্যানেল জেলা প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ইভেন,মঞ্জু,রাজু,ইরানসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা কেক কেটে দিনটিকে স্মরণীয় করে রাখেন।