প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৯:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৪, ৮:২২ অপরাহ্ণ
পঞ্চগড়ে মাদক ও দুর্নীতি প্রতিরোধে তরুণ সমাজের ম্যারাথন দৌড়

আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে কয়েকশ তরুণ তরুণী জড়ো হয়ে গায়ে 'মাদককে না বলি, দূর্নীতিমুক্ত সমাজ গড়ি' এই স্লোগানের টি- শার্ট পরে মাদক ও দুর্নীতি প্রতিরোধে মাঠে নেমেছে তরুণসমাজ। শনিবার (২৬ অক্টোবর) সকালে থেকে
দুপুর পর্যন্ত সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে মা'দক এবং দু'র্নীতি প্রতিরোধে ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন করা হয়।
উক্ত ম্যারাথনে পঞ্চগড়সহ সারাদেশের সাড়ে ৩ শতাধিক তরুণ তরুণীর উপস্থিতিতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে জেলা প্রশাসক মো: সাবেত আলী এই ম্যারাথন দৌড়ের উদ্বোধন করেন।
পরে মহাসড়কের পাশ দিয়ে শহরের ৫ কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করেন ম্যারাথনের তরুণ তরুণীরা ।
এ সময় তরুণ তরুণীরা জানান, দৌড় নিজেদের শরীরকে সুস্থ রাখে। ম্যারাথনের মাধ্যমে আমরা সমাজকে দু'র্নীতি ও মা:দক মুক্ত গড়ে তোলার জন্য বার্তা দিতে চাই। প্রতিবছর প্রতিজেলায় এই উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন তারা।
অনুষ্ঠানে পঞ্চগড়ের সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক এ্যাডভোকেট আহসান হাবিব জানান, পঞ্চগড়ের মাদকাসক্ত তরুণ সমাজ এবং দুর্নীতিতেযুক্ত সকল শ্রেণি পেশার মানুষকে বিশেষ বার্তা দেয়ার জন্যই মুলত এই আয়োজন।
নতুন বাংলাদেশ বিনির্মাণে জেলা প্রশাসক তরুণদের সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
ম্যারাথন শেষে মুক্তমঞ্চে আলোচনায় জেলা প্রশাসক সাবেত আলী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম, জেলা সমাজ সেবা কর্মকর্তা অনিরুদ্ধ কুমার রায়, কুইন্স কলেজের অধ্যক্ষ্য অধ্যাপক আলতাফ হোসেন, মাদক দ্রব্য নির্মুল অধিদপ্তরের পরিদর্শক আশরাফুল হক, পঞ্চগড় প্রেসক্লাবের আহ্বায়ক সরকার হায়দার, সম্মিলিত সেচ্ছাসেবি ফোরামের উপসমন্বয়ক ওয়াসিম আকরাম,সহ সমন্বয়ক মুরাদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube