আল মাসুদ,পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে আরও ২ জনের করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। ওই ২ জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা এখন ১৩৪ জন।
শনিবার (২৭ জুন) পর্যন্ত প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী নমুনা সংগ্রহের ৩১ জনের মধ্যে করোনা পজিটিভ পাওয়া গেছে ২ জন। তেঁতুলিয়ায় ১৪ জন, সদরে ৪৭ জন, আটোয়ারীতে ১০ জন, বোদায় ১৪ জন দেবীগঞ্জে ৪৯ জন। নতুন শনাক্ত ২ জনের মধ্যে একজন সদর থানার পুরাতন পঞ্চগড় এলাকার বাসিন্দা আরেক জন সদরের কর্মরত পুলিশ সদস্য বলে জানা গেছে। সিভিল সার্জন ডা: ফজলুর রহমান নতুন ২ জন করোনা পজিটিভ রোগী শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চগড় স্বাস্থ্য বিভাগ জানান,এ পর্যন্ত জেলায় মোট ২০৭৮ জনের নমুনা প্রেরণ করা হয়েছে। নমুনা পরীক্ষার প্রাপ্ত ফলাফল পাওয়া গেছে ২০৩৪ জন, মোট করোনা শনাক্ত ১৩৪ জন, এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে ৩৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬ জন, এবং মৃত্যুবরণ করেছেন ৩ জন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।