পঞ্চগড় প্রতিনিধি।।
পঞ্চগড়ে ৪ কেজি গাঁ*জাসহ দুই মা*দক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
আটকরা হলেন, কুমিল্লা জেলার বরুড়া থানার পেড্ডা দিঘীর পূর্ব পাড় গ্রামের মোঃ আবুল হোসেন এর ছেলে মোঃ আব্দুল আলী ইসলাম(৩৮) লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরসীতা গ্রামের মোঃ শাহাবুদ্দিন এর ছেলে মোঃ ওমর ফারুক (২৬)।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড়ের বোদা উপজেলার ২ নং ময়দানদিঘী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মনিরাম জোত লালদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়। আটক ৪ কেজি গাঁজার বাজার মূল্য ধরা হয়েছে ৮০ হাজার টাকা।
পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে দুই মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।