আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:পঞ্চগড়ের দেবীগঞ্জ সদর থেকে ভাউলাগঞ্জ পর্যন্ত যাতায়াতের রাস্তাটির রাঙ্গাবালি নামক স্থানে বুড়িতিস্তা নদীর উপর নির্মিত ব্রিজটি বন্যার পানির স্রোতে রাস্তা ভেঙ্গে বিছিন্ন হয়ে নদীর সাথে মিলে গেছে । এতে করে ওই এলাকার দু’টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষের উপজেলা শহরের সাথে যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
শুক্রবার (০৩ জুলাই) বর্তমান সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন ওই স্থানটি পরিদর্শন করেন এবং জনদুর্ভোগ লাঘবে দ্রুত বাইপাস সড়ক অথবা অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণে স্থানীয় সরকারের প্রকৌশল বিভাগ ও প্রসাশনকে নির্দেশ দেন।
এ সময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রসাশক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোঃ ইউসুফ আলী, উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, এলজিইডি কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।