আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:পঞ্চগড়ে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের পানিডুবি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, পানিডুবি এলাকার খাদেমুল ইসলামের ফাঁকা বাড়িতে খায়রুল ইসলামের ছেলে সারোয়ার হোসেন, জামিল হোসেন ও তার স্ত্রী নারগিসসহ ৩ জন হোম কোয়ারেন্টাইনে আছে। এর মধ্যে বদেশ্বরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্থানীয় আওয়ামীলীগ নেতা মনছুর আলী মাস্টারের নেতৃত্বে কোয়ারেন্টাইনে থাকা ওই ব্যক্তির বাড়িতে হামলার ঘটনা ঘটে।
হামলার নির্দেশ প্রদান করা এমন একটি ফোন রেকর্ড পাওয়া গেছে। রেকর্ডে মনছুর মাস্টার একজনকে নির্দেশ দিচ্ছে তাদের মেরে এলাকাছাড়া করো, এভাবে কথা না শুনলে রাতে তাদের বাড়ীতে ইট পাথর দিয়ে ঢেল মারো যেন তারা আতংকিত হয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
ভুক্তভোগীরা জানান, আমরা আসার পর সরকারি নির্দেশনা মোতাবেক ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে আছি। কিন্তু গত মঙ্গলবার (২১ এপ্রিল) মনছুর মাস্টার আমাদের নামে স্থানীয়দের মধ্যে অপপ্রচার চালিয়ে বেশ কয়েকজনকে নিয়ে রাতের বেলা আমাদের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেছে।এ বিষয়ে অভিযুক্ত মনসুর আলী মাস্টার জানান, এটি মিথ্যা অভিযোগ। আমি নিজেই তাদের খোঁজখবর নিয়েছি।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এ বিষয়টা আমার জানা ছিলনা, কেউ আমাকে বলেনি।যেহেতু তারা সরকারের নির্দেশে হোম কোয়ারেন্টাইনে আছে, তাই যারা লকডাউন ভেঙ্গে তাদের ওপর হামলার চেষ্টা করেছে তাই বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।