আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি ঃ সারা দেশের ন্যায় পঞ্চগড়ে ও নেমেছে করোনা সংক্রমণ প্রতিরোধে সেনাবাহিনী। পুলিশের বিশেষ টিম ও রয়েছে মাঠে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণের লক্ষে কাজ করছে সেনাবাহিনীর বিশেষ টিম। পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলায় ইতোমধ্যে টহল শুরু করেছেন সেনাবাহিনী। সেনাবাহিনী সিভিল প্রশাসনের সমন্বয় করে কাজ করছেন।বিদেশ ফেরত নাগরিকদের হোম কোয়ারান্টিনের বিষয়টি নিশ্চিত করে । এছাড়াও সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল বাজার মনিটরিং করতে দেখা গেছে। তাছাড়া দরিদ্রদের সহায়তা করবে সেনাবাহিনী । সেনাবাহিনী পঞ্চগড়ের জনসাধারণের উদ্দেশ্যে মাইকিং করে জানান, যাদের কোন কাজ নেই তারা অযথা বাড়ির বাইরে যেতে পারবেন না এবং অযথা ঘোরাফেরা করবেন না। দ্রুত বাসায় চলে যান, বাসায় থাকুন, নিরাপদে থাকুন। জনসমাগম এড়িয়ে চলুন। এ সময় সেনাবাহিনীর প্রচার অভিযান চলাকালে পঞ্চগড় সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলামসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।