প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২০, ৭:৪৭ অপরাহ্ণ
পঞ্চগড়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
“হে বিশ্ববাসী সুন্দর পৃথিবীতে সকলের প্রতি আন্তরিক হই’’ এমন প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে পঞ্চগড় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের (আসফ) সদর উপজেলা শাখার সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আইন সহায়তা ফাউন্ডেশনের (আসফ) জেলা সভাপতি মো. আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক রসুল বকস্ মানিক, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট ইয়াসিনুল করিম দুলাল, সদর উপজেলা শাখার যুুুুগ্ন সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. আরিফ খান, আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় জেলার সিনিয়র ডেভলপমেন্ট অফিসার সুবর্না চৌধুরী প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube