আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় টুনিরহাট বাজারে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ৫ ব্যবসায়ী ও ১ জনকে মাস্ক না পরার দায়ে ২৯ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ৪ নং কামাত কাজল দিঘি ইউনিয়নের টুনির হাট বাজারে সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাজরিন এর নেতৃত্বে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মনসহ গঠিত ভ্রাম্যমাণ আদালত টুনিরহাট বাজারে অভিযান চালিয়ে পন্যের মোড়কে উৎপাদন ও মেয়াদউত্তীর্ণের তারিখ ও মূল্য না থাকার কারণে খাদ্যদ্রব্যের সাথে আয়োডিন বিহীন খোলা লবণ মিশ্রণ এবং দোকানগুলোতে পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় চার ব্যবসায়ীকে ও একজনকে মুখে মাস্ক না পরার কারণে জরিমানা করা হয়।
জরিমানা করা ব্যবসায়ীরা হলেন, টুনিরহাট উত্তরা হোটেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা,আশা সুইট এন্ড কনফেকশনারীকে ৩ হাজার টাকা, মুক্তা পল্লী ফোন সেন্টার ও কনফেকশনারীকে ৩ হাজার টাকা, এক মুদি দোকানদারকে ১ হাজার টাকা,এক গরুর মাংস ব্যবসায়ীকে ২ হাজার টাকা এবং একজনকে মাস্ক পরিধান না করার দায়ে ১০০ টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।এছাড়াও অভিযান পরিচালনাকালে সদর থানা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।