আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত এলাকা থেকে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির টহল দল ভুটিয়াপাড়া স্থানে অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা যথাক্রমে নীলফামারী ও পঞ্চগড় জেলার ১৪৭.৯১৮ কিঃ মিঃ অংশে অনাকাঙ্খিত দুর্ঘটনা রোধের পাশাপাশি অবৈধ মাদক পাচার/গরু চোরাচালানী প্রতিরোধকল্পে অত্যন্ত সতর্ক প্রহরা অব্যাহত রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ ঘাগড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ৭৫৪/২-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভুটিয়াপাড়া নামক স্থানে অভিযান চালায়। এসময় চোরাকারবারিরা ধানের বস্তার ভিতরে অভিনব পদ্ধতিতে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল পাচারকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক মামুনুল হক জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪০ হাজার টাকা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।