মোঃ বাবুল নেত্রকোনা থেকে: আজ নেত্রকোনায় জেলা প্রশাসক কার্যালয়ে সিভিল সার্জন ও সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা: তাজুল ইসলামের নিকট প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো: শাহীন ইমরান নাভানা গ্রুপের পক্ষ থেকে অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন হস্তান্তর করেন। এ সময় উপস্তিত ছিলেন মিজ উম্মুল হাজনা, চেয়ারম্যান (সচিব) ভূমি আপিল বোর্ড, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়,পুলিশ সুপার আকবর আলী মুন্সী, বাংলাদেশ সেনাবাহিনীর লে.কর্নেল আশরাফ হোসেন, পৌর মেয়র মো: নজরুল ইসলাম খানসহ চিকিৎসক বৃন্দ।জেলা প্রশাসক মঈন-উল ইসলাম ক্রাইম পেট্রোল২৪কে জানান,অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিনটি পাওয়ায় হাসপাতালে আসা শ্বাসজনিত রোগীদের সেবাপ্রদান সহজ হবে।জেলা সিভিল সার্জন ডা: তাজুল ইসলাম নাভানা গ্রুপকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন,এই মুহুর্তে অক্সিজেন কনসেন্ট্রেটর খুবই প্রয়োজন ছিল যা আমরা পেয়ে গেলাম এবং হাসপাতালে আগত শ্বাস-প্রশ্বাসজনিত রোগীদের সেবা দিতে সক্ষম হবো।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।