দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
নেত্রকোনায় বাস ওভারটেক করতে গিয়ে শাকিল আহমেদ (২০) নামের এক কলেজছাত্র নি'হত হয়েছেন। সোমবার (২৩ জানুয়ারি) সকালে শহরের ছোটবাজার এলাকায় এ দু'র্ঘটনা ঘটে।
শাকিল আহমেদ সদর উপজেলার সিংহেরবাংলা গ্রামের আবেদ হাসানের ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, 'সকালে শাকিল ও তার বড়ভাই মেজর সোহাগ আহমেদ মোটরসাইকেলে পারলা বাসস্ট্যান্ডে যান। এরপর সোহাগকে বাসে তুলে দিয়ে শাকিল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।এসময় শহরের ছোটবাজার এলাকায় পৌঁছালে একটি নৈশকোচকে ওভারটেক করতে গিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধা'ক্কা খান। তখন রাস্তায় পড়ে গিয়ে তিনি গুরুতর আ'হত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা জেনারেল হাসপাতালে নিয়ে গেরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, 'নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।