মোঃ বাবুল নেত্রকোনা থেকে: নেত্রকোনা জেলার মদন উপজেলায় ভূমি অফিসের অফিস সহকারী মো: রব্বানী(৪৮) করোনার উপসর্গ নিয়ে গতকাল রাত আনুমানিক ১টার দিকে মৃত্যুবরণ করেন । মদন উপজেলা নির্বাহী অফিসার ওয়ালীউল হাসান ক্রাইম পেট্রোল২৪কে জানান,অফিস সহকারী রব্বানী গত সপ্তাহখানেক আগে করোনায় আক্রান্ত হয়ে হোম-কোয়ারেন্টাইনে ছিল।গতকাল রাত প্রায় ১টার দিকে তিনি মারা যান।
এ ব্যাপারে নেত্রকোনা জেলার সিভিল সার্জন মো: তাজুল ইসলাম ক্রাইম পেট্রোল২৪কে মো: রব্বানীর করোনায় মৃত্যু নিশ্চিত করে জানান,আজ পর্যন্ত নেত্রকোনা জেলায় ৬৮৯৩ জনের রিপোর্ট পেয়েছি,তন্মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত ৫৩৮ জন, সুস্থ ২৬৩ জন এবং মারা গেছে ৪ জন। অনেক রিপোর্ট জমা আছে রিপোর্ট আসতে বিড়ম্বনা হচ্ছে। পিসিআর ল্যাব নেত্রকোনায় আসবে কি, এই প্রশ্নের জবাবে তিনি জানান,আমি মন্ত্রানালয়ে বার বার চাহিদার চিঠি দিয়েছি, বলছে দিবে।তিনি আরো জানান,আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে, পাশা-পাশি স্বাস্থ্য বিধি মেনে পরিস্কার -পরিচ্ছন্ন থাকতে হবে এবং সরকারি আদেশ ও আইন মেনে চললে করোনা থেকে সু-রক্ষা থাকা যাবে।
উল্লেখ্য, নেত্রকোনা জেলায় করোনা পরীক্ষা করার জন্য ১টা পিসিআর ল্যাবের জন্য নেত্রকোনার সচেতন মহল,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠক,সাংবাদিক,ছাত্র-ছাত্রীসহ নানান পেশাজীবী মানুষ মানববন্ধন করে আজও পিসিআর ল্যাব আনা সম্ভব হয়নি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।