মোঃ বাবুল নেত্রকোনা থেকে: গতকাল শুক্রবার নেত্রকোনার ঠাকুরাকোনা ইউনিয়নে বন্যাদুর্গত এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার(এসপি) আকবর আলী মুন্সী। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশি সুপার(প্রশাসন) মো: ফখরুজ্জান জুয়েল,অতিরিক্ত পুলিশ সুপার সদর মো: আলামিন হোসাইন,অতিরিক্ত পুলিশ সুপার মিসেস মোরশেদা খাতুন(সার্কেল), নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: তাজুল ইসলাম, বারহাট্রা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মিজানুর রহমানসহ অনন্যা পুলিশ সদস্যবৃন্দ।
জানা যায়, বাংলাদেশ পুলিশ হেড-কোয়াটার্সের পক্ষ থেকে পুলিশ মহা-পরিদর্শক(আইজিপি) ড.
বেনজির আহমেদের নির্দেশক্রমে করোনা প্রতিরোধে
পুলিশি সেবা চলমান থাকা সত্ত্বেও বাংলাদেশ পুলিশ বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের কার্যক্রম হাতে নিয়েছেন। তারই লক্ষে শুক্রবার দিনব্যাপী নেত্রকোনার পুলিশ-প্রশাসন বন্যাদুর্গত এলাকা নেত্রকোনা সদর ঠাকুরাকোনা ইউনিয়নে বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন। পুলিশের ভূমিকায় বন্যার্ত মানুষজন আনন্দে আত্মহারা।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: তাজুল ইসলাম ক্রাইম পেট্রোল২৪ কে বলেন,পুলিশ হেড-কোয়াটার্সের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নেত্রকোনা জেলার সুযোগ্য , অকুতোভয় পুলিশ সুপার আকবর আলী মুন্সী স্যার। এ সময় তিনি ৫০টি বন্যার্ত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি আরো জানান,আমাদের পুলিশের পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।