মোঃ বাবুল নেত্রকোনা থেকে: গতকাল শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনায় জেলা সদর উপজেলা ঠাকুরাকোনা ইউনিয়নের শতরশ্রী বাজার সংলগ্ন অটো রাইস মিলের আড়ালে অবৈধ পলিথিন প্রস্তুতকারী কারখানার সন্ধান পাওয়া গেছে।
জানা যায়, নেত্রকোনা জেলার জেলা প্রশাসক মঈন-উল ইসলামের নির্দেশনায় ও জাতীয় গোয়েন্দা সংস্থা(NSI) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শতরশ্রী বাজার সংলগ্ন কৃষক বন্ধু অটো রাইস মিলের আড়ালে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স ছাড়াই অবৈধভাবে পলিথিন শপিং ব্যাগ উৎপাদন,মজুদ, প্যাকেজিং ও বাজারজাত করে আসছে। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে মো. এরশাদুল আহমেদ অভিযান চালায়। অভিযানকালে উপস্থিত ছিলেন,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, নেত্রকোনার পুলিশ সদস্য, জেলা আনসার ব্যাটালিয়ন ও জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ ক্রাইম পেট্রোল২৪কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার ঠাকুরাকোনা ইউনিয়নের শতরশ্রী বাজার সংলগ্ন কৃষক বন্ধু অটো রাইস মিলের মালিক মো. জাহাঙ্গীর হোসাইন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অটো মিলের আড়ালে অবৈধভাবে পলিথিন প্রস্তুত এবং বাজারজাত করে আসছিল।কারখানার ভিতরে প্রায় ৮ মেট্রিক টন পলিথিন, কাঁচামাল ও রাসায়নিক পদার্থ পাওয়া যায়।কারখানাটি সিলগালা,মালামাল জব্দ এবং পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫(সংশোধনী-২০১০) এর ধারা অনুযায়ী ফ্যাক্টরির মালিক মো. জাহাঙ্গীর হোসাইনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।