দিলীপ কুমার দাস, ময়মনসিংহ :
নেত্রকোনার দক্ষিণ বিশিউড়া বাজারে মধ্যরাতে অ'গ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া বাজারের সিদ্দিক মার্কেটে এই অ'গ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সুরুজ আলীর একটি দোকানের দু'টি কক্ষ সম্পূর্ণ পু'ড়ে যায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আ'গুন নিয়ন্ত্রণে নিলে অন্যান্য দোকানের মালামাল বেঁচে যায় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নেত্রকোনা স্টেশনের ফায়ার ওয়ার অফিসার খানে আলম খান।
এছাড়াও কাজল এবং আশরাফুলসহ রাকিবের দোকানের আংশিক পুড়েছে বলে স্থানীয়রা জানান। তবে প্রাথমিকভাবে ধারণা করছে সবাই বিদ্যুতের সর্টসার্কিট থেকে আ'গুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। এ ঘটনায় শুক্রবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম ও মডেল থানার ওসি মো. আবুল কালাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে সকলেই বাড়ি চলে যায়। সাহরি খাওয়ার মূহুর্তে হঠাৎ কয়েকজন সড়কের মোড়েই বাজারের সিদ্দিক মার্কেটে সুরুজ আলীর দোকানের উপরে আ'গুন দেখতে পান। পরে স্থানীয়রা এগিয়ে এসে আ'গুন নেভাতে চেষ্টা করে। এদিকে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা গিয়ে আ'গুন নিয়ন্ত্রণে আনেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।