মোঃ বাবুল নেত্রকোনা থেকে: নেত্রকোনার দূর্গাপুর উপজেলা সোমেশ্বর নদীর পানিতে নেমে বালু তোলার ড্রেজার মেশিনের পাইপ লাগাতে গিয়ে আবু বকর (২৫) নামের এক বালু শ্রমিক নিখোঁজ হয়। আজ মঙ্গলবার আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ বালু শ্রমিক আবু বকর দূর্গাপুর উপজেলার চন্ডীগড় ইউনিয়নের কেরনখলা গ্রামের দুলাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ড্রেজার মালিক ইসমাইল হোসেনের এখানে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন বালু শ্রমিক আবু বকর। আবু বকরসহ অন্যান্য শ্রমিকরা দুপুরের খাবার খেয়ে পুনরায় বালু তোলার জন্য কাজ করতে যায়। বালু শ্রমিক আবু বকর বালু তোলার পাইপে কাজ করার জন্য নদীর তলাদেশে গিয়ে পানি থেকে না উঠায় অন্য শ্রমিকরা বিষয়টি ড্রেজার মালিক কে জানান।ড্রেজার মালিক ইসমাইল হোসেন শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনাটি বললে দূর্গাপুর ফায়ার সার্ভিস অনেক খোজা-খুজির পর না পেয়ে এই রিপোর্ট লিখা পর্যন্ত ময়মনসিংহ ফায়ার সার্ভিস ডুবুরী দলকে খবর দেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।