দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বানভাসি মানুষের হাতে মানবিক সহায়তা তোলে দেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া আটপাড়া) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি।
শুক্রবার (২৪ জুন) কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের সদস্যদের হাতে প্রত্যেককে ১০ কেজি চাল, ১ পেকেট শুকনো খাবার, ও নগদ ৩০০ টাকা করে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় অসীম কুমার উকিল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন,একজন মানুষও যাতে খাবার ও ওষুধের জন্য কষ্ট না করে সেজন্য সকলকে খেয়াল রাখতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ যেন তালিকা থেকে বাদ না পড়ে সেদিকে চেয়ারম্যান,মেম্বার ও দলীয় নেতাকর্মীদের সজাগ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম,কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, ওসি মোঃ আলী হোসেন পি পি এম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন ভারপ্রাপ্ত কর্মকর্তা মেসকাতুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ভূঞা, মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির আলম ভূঞা, মোজাফরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ দািদারুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।