দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
নেত্রকোনার কেন্দুয়ায় সাদ্দাম সাদ্দাম হোসেন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর গলায় ধা'রালো অ'স্ত্র দিয়ে আ'ঘাত করে হ'ত্যা করেছে দু'র্বৃত্তরা। শনিবার (৮ অক্টোবর ) মধ্যরাতে উপজেলার গড়াডোবা ইউনিয়নের পাথারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নি'হত সাদ্দামের এ গ্রামের কাজল মিয়ার ছেলে।
কেন্দুয়া থানার ওসি আলী হোসেন পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান,গতকাল রাত ১১ টার সময় সাদ্দাম হোসেন বাড়ির পাশে রাস্তায় মোবাইল চালাচ্ছি। এ সময় দু'র্বৃত্তরা তার গলায় ধা'রালো অ'স্ত্র দিয়ে অ'তর্কিত আ'ঘাত করে পালিয়ে যায়। এতে তার গুরুতর জখম হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।