মো. বাবুল, নেত্রকোনা থেকে: নেত্রকোনা জেলার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সীকে তার দায়িত্ব পালনে সাহসী ভূমিকা রাখায় দেশ সেরা নেটওয়ার্ক প্রতিষ্ঠান সার্ভিস বাংলালিংকের পক্ষ থেকে প্রশংসাপত্র প্রদান করা হয়।
জানা যায়,গত ৭ জুলাই ভোরবেলায় ৯৯৯ থেকে ফোন আসে নেত্রকোনা মডেল থানার ডিউটি অফিসারের নিকট। অপর প্রান্ত থেকে জানায়, নেত্রকোনা সদর চল্লিশা বাজারে বাংলালিংক, রবি,এয়ারটেল(BTS site DHK_W5257) টাওয়ারে প্রবেশ করে সংঘবদ্ধ চোরেরা টাওয়ারের ব্যাটারি চুরি করছে। সঙ্গে সঙ্গে ডিউটি অফিসার পেট্রোল টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে চোরদের বহন করা গাড়ি থামানোর চেষ্টা করলে দ্রতগামী গাড়ি এস.আই মো: সেলিম মিয়ার উপরে তোলার চেষ্টা করে। এসময় বাম হাতে আঘাত করলে হাত ভেঙে যায়। তারপরেও থেমে থাকেনি নেত্রকোনা জেলার চৌকস পুলিশ টিম।শ্যামগঞ্জ বাজার এলাকায় ব্যারিকেড দিয়ে আটক হয় দুর্বৃত্তদের বহন করা প্রাইভেটকারসহ গাড়ির চালক এবং উদ্ধার করা হয় বাংলালিংক টাওয়ারের ৪টি ব্যাটারি ও রবির ১টি ব্যাটারি। আবারো অভিযানে নেমে যায় নেত্রকোনার পুলিশ। নেত্রকোনা পুলিশ কন্ট্রোল রুম ময়মনসিংহ কন্ট্রোল রুমকে অবহিত করলে তারাকান্দা বাজার এলাকা থেকে চোর চক্রের ব্যবহৃত পিকআপ আটক করা হয়।
নেত্রকোনা জেলার পুলিশ সুপার(এসপি) আকবর আলী মুন্সী ক্রাইম পেট্রোল২৪কে বলেন,নেত্রকোনার পুলিশ প্রশাসন নেত্রকোবাসীর জন্যই সর্বদা সেবা প্রদান করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ৯৯৯ এর প্রতিকার সবসময় পাবেন,আমরা আছি আপনাদের পাশে যার দৃষ্টান্ত আজকের ঘটনা। তিনি আরো জানান,মামলা রুজু হয়েছে আসামীদের আটকসহ আটককৃত পিকআপ,প্রাইভেটকার জব্দ এবং চুরি হওয়া মালামাল উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।