মোঃ বাবুল নেত্রকোনা থেকে: আজ রবিবার সকাল সাড়ে ৮ টায় নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের পূর্ব হাতিয়র গ্রামের মৃত শামছুল হকের ছেলে মো: রেজাউল হককে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করে।
জানা যায়, দেশে করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সরকার নির্দেশ মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠিানের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। কিন্তু নেত্রকোনা সকল উপজেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোচিং বাণিজ্য করে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া সেখানে অভিযান চালিয়ে মো: রেজাউল হককে ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা করা হয় ।
এ ব্যাপারে আটপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা রাজিয়া ক্রাইম পেট্রোল২৪কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল প্রায় ৮:৩০ মিনিটে তেলিগাতী ইউনিয়নে অভিযান চালিয়ে সরকারি নির্দেশ অমান্য করার দায়ে সংক্রামক ও নির্মূল আইন ২০১৮ এর ২৪ ধারায মোতাবেক মো: রেজাউল হক নামের একজন কোচিং বাণিজ্য জড়িত থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।