মো. বাবুল নেত্রকোনা থেকে: আজ ২৬ জুলাই, ২০২০ খ্রি. নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বজায় রেখে ঐতিহাসিক ‘নাজিরপুর যুদ্ধ দিবস ’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে ১০ টায় ৭ শহিদ মুক্তিযোদ্ধাদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, পুষ্পস্তবক অর্পন এবং গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নেত্রকোনা-১ আসনের সংসদসদস্য মানু মজুমদার( কলমাকান্দা-দূর্গাপুর,)নেত্রকোনা জেলার জেলা প্রশাসক মঈন-উল ইসলাম, নেত্রকোনা জেলার পুলিশ সুপার(এসপি) আকবর আলী মুন্সী, ৩১ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক মেজর নুরুন্নবী মাকসুদ, দূর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, সহকারী পুলিশ সুপার(দূর্গাপুর সার্কেল)শারমীন সুলতানা নেলী, জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন,উপজেলা আ'লীগের সভাপতি মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদসহ উপজেলার মুক্তিযোদ্ধাগণ,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংগঠক ও শিক্ষকবৃন্দ ।
জানা যায়, ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন মুক্তিবাহিনীর কমাণ্ডার মো. নাজমুল হকের নেতৃত্বে সংগঠিত হয় সম্মুখ যুদ্ধ।পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ৭ জন বীর মুক্তিযোদ্ধা শহিদ হন। ৭ জন শহিদ বীর মুক্তিযোদ্ধা হলেন- ডা. আব্দুল আজিজ,মো. ফজলুল হক,মো. ইয়ার মাহমুদ, ভবতোষ চন্দ্র দাস,মো. নুরুজ্জামান,দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস ও মো: জামাল উদ্দিন। এরই ধারাবাহিকতায় প্রতি বছর এই দিনে শহিদদের সম্মানে যথাযোগ্য মর্যাদায় জেলা উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদসহ সকলেই দিবসটি পালন করে আসছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।