ক্রাইম পেট্রোল ডেস্ক:
নেত্রকোণার পূর্বধলায় অপহৃত এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করতে গিয়ে দু'র্বৃত্তদের হামলায় এসআইসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে। মঙ্গলবার (১৩ জুন) সকালে উপজেলার জারিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পূর্বধলা থানার এসআই মোশাররফ হোসেন (৪৮), কনস্টেবল জাহিদুল ইসলাম (৫৫) ও শহিদুল ইসলাম (২৬)। অপরদিকে আটকরা হলেন উপজেলার জারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত মুক্তার উদ্দিনের ছেলে মনতাজ উদ্দিন (৫৫), একই গ্রামের বাবুল পালোয়ানের স্ত্রী ফরিদা খাতুন (৩৫) ও বাবুল পালোয়ানের ছেলে হৃদয় (১৭)।
পূর্বধলা থানার এসআই মোশারফ হোসেন বলেন, 'উপজেলার খলিশাউড় গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গত ৫ জুন সকালে মাদ্রাসায় যাওয়ার পথে দু'র্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ১৩ জুন রাতে উপজেলার জারিয়া পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুছের ছেলে মেহেদী হাসান ইমন (১৯), মনারকান্দা গ্রামের বাবুল মিয়ার ছেলে রিয়াল মিয়া (১৯) ও জারিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে তোফায়েল (৩২) নামে ৩ জনকে আসামি করে মামলা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে মাদ্রাসাছাত্রীকে উদ্ধারের জন্য উপজেলার জারিয়া গ্রামে মেহেদী হাসান ইমনের বাড়িতে অভিযান চালায় পুলিশ । এ সময় দুর্বৃত্তরা ধা'রালো অ'স্ত্র ও লা'ঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায় দু'র্বৃত্তরা। এতে এসআইসহ পুলিশের তিন সদস্য আ'হত হয়েছেন।
পূর্বধলা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, 'আহত ৩ পুলিশ সদস্যকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানার এসআই মোশারফ হোসেন বাদী হয়ে হা'মলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। তিনজনকে আটক করা হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।