প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৭:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৭, ২০২১, ৯:১১ অপরাহ্ণ
নীলফামারীর বিচার নিস্পত্তি মামলার ১৩৫৮টি মাদক ও আলামত ধ্বংস

সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি॥নীলফামারীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচার নিষ্পত্তি ২৫৬ টি মামলার মাদকের আলামত ধ্বংস করা হয়েছে।সোমবার(১৬ আগস্ট) বিকেলে পুরাতন জেলখানা চত্বরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম,পিপিএম), চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদুল হক, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহাদেব চন্দ্র রায়, মেহেদী হাসান প্রমুখ।
কোর্ট পুলিশ পরিদর্শক মমিনুল ইসলাম জানান, জেলার থানাধীন ২৫৬টি মামলার মধ্যে ইয়াবার ৯টি মামলায় ৯৯ পিস ইয়াবা, ৭৭ মামলার ৫৫ কেজি ৪৬৫ গ্রাম গাঁজা, ৫২ মামলার ১ হাজার ৪৪৭ পুড়িয়া গাঁজা, একটি মামলার এক কেজি ৩ গ্রাম হেরোইন , ১৫ মামলার ২৯৩ হেরোইনের পুড়িয়া, ৩৪ মামলার ২৯১ বোতল ফেন্সিডিল ও ৬৮টি দেশী মদ মামলার ৩৭১ দশমিক ১০ লিটার ধ্বংস করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube