সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি>> নীলফামারী পৌরসভা নির্বাচনে টানা ষষ্ঠবারের মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী দেওয়ান কামাল আহমেদ।তিনি ১৩ হাজার ৪৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন।রোববার(২৮ নভেম্বর)সন্ধ্যায় বেসরকারি ফলাফল ঘোষণায় এ তথ্য জানান জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
দেওয়ান কামাল আহমেদ জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়রদের সংগঠন মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতির দায়িত্বে রয়েছেন।এর আগেও তিনি পাঁচবার নীলফামারীর মেয়র নির্বাচিত হন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী নুরুজ্জামান বুলেট নারিকেল গাছ প্রতীকে ১০ হাজার ১১৩ ভোট পেয়েছেন।নুরুজ্জামান বুলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দলীয় পদ থেকে নির্বাচনের পুর্বে বহিষ্কার করা হয়।নির্বাচনে মেয়র পদে মোট ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।অপর প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম (স্বতন্ত্র)কম্পিউটার প্রতীক।এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৯৮১।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।