সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার।।নীলফামারীর ডিমলায় ৩৬ বোতল ভারতীয় ফে'ন্সিডিলসহ মা ও ছেলেকে আটক করেছে থানা পুলিশ।আটকদের নামে মামলা দায়েরের পর বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর)দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটকরা হলেন-উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ পিয়াজীপাড়া গ্রামের হাপিজার রহমানের স্ত্রী মোছাঃ কাজলী বেগম(৪৮) ও তার ছেলে কাজল ইসলাম(২০)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার(২৭ সেপ্টেম্বর)বিকেল সাড়ে পাঁচটার সময় ডিমলা থানার এসআই জহুরুল ইসলাম ও উৎপল চন্দ্র রায়ের নেতৃত্বে এএসআই নুর সাদেক,আরিফ শাহারিয়ারসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া এলাকার হোসেনের মোড়ে অভিযান চালিয়ে একটি ব্যাটারী চালিত অটোরিকশায় তল্লাশি করে ব্যাগে থাকা ৩৬ বোতল ফে'ন্সিডিলসহ মা ও ছেলেকে আটক করতে সক্ষম হন।পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নম্বর-২৮,তারিখ- ২৭/৯/২০২৩ইং দায়ের করে আদালতে সোপর্দ করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লাইছুর রহমান বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে ফে'ন্সিডিলসহ মা ও ছেলেকে আটক করা হয়।আটকদের নামে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।'
নীলফামারী পুলিশ সুপার মো. গোলাম সবুর(পিপিএম-সেবা)এর দিক নির্দেশনায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।