সুজন মহিনুল,নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর ডিমলায় বিউটি আক্তার পিংকি(১৮)নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।নিহত ছাত্রী উপজেলার সদও ইউনিয়নের বাবুর হাট গ্রামের থানা পাড়ার রশিদুল ইসলামের মেয়ে ও ডিমলা বিএমআই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়,বুধবার(৫মে)দুপুরে ছাত্রীটিকে নিজ বাড়ির শয়ন ঘরে তীরের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখে প্রতিবেশী এক শিশু এলাকাবাসীকে জানায়।পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নেন।
নিহতের বড় বোন রশিদা জানান,উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের বাসিন্দা আমার মামা মৃত্যুবরণ করায় ছোট বোন বিউটিকে বাড়িতে একা রেখে পরিবারের সকলে সেখানে যাই।ঘটনার দিন দুপুরে এলাকাবাসী মারফত মোবাইলে বোনের মৃত্যুর খবর জানতে পেয়ে সকলে বাড়িতে ছুটে এসে দেখি তার মৃতদেহ।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে আমরা ছাত্রীটির লাশ ময়নাতদন্তের জন্য উদ্ধার করেছি।ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে।এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।যার মামলা নম্বর ১০,তারিখ ৫/৫/২০২১ইং।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।