প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৬:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২২, ৯:১৬ অপরাহ্ণ
নীলফামারীর ডিমলায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত
![]()

সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।।পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন-প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন এই প্রতিপাদ্যকে ধারণ করে নীলফামারীর ডিমলায় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১৬ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি)প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ডিমলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল এই প্রদর্শনী বাস্তবায়ন করেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।এ উপলক্ষে আলোচনা সভায় সহকারী কমিশনার(ভূমি)ইবনুল আবেদীনের সভাপতিত্বে ও এলএসপি হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় বক্তব্য দেন,উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা(ভারপ্রাপ্ত)ডাঃ সাইদুর রহমান,মৎস্য কর্মকর্তা শামিমা আক্তার,কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী,ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সিরাজুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু প্রমূখ।প্রদর্শনীতে ৩০টির বেশি স্টলে বিভিন্ন প্রাণী প্রদর্শন করা হয়।এর আগে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথিবৃন্দসহ আয়োজকরা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube