প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ৭:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৩, ৯:০৪ অপরাহ্ণ
নীলফামারীর ডিমলায় নদী থেকে অ’র্ধগলিত মরদেহ উদ্ধার

সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার।। নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অ'র্ধগলিত অজ্ঞাত পরিচয় এক পুরুষ ব্যক্তির আনুমানিক(৩৫)মরদেহ উদ্ধার করেছে ডিমলা থানা পুলিশ।
রবিবার(১০ সেপ্টেম্বর)সন্ধ্যায় উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের পুর্ব দোহলপাড়া গ্রামের স্পার বাঁধের প্রায় সাতশত গজ ভাটিতে জামালের বাড়ী সংলগ্ন তিস্তা নদীর তীর থেকে ম'রদেহটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার দুপুরে স্থানীয়রা ওই স্থানে অর্ধগলিত একটি মরদেহ পোকা-মাকড় খাচ্ছিল এমনটা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নেন।এ সময় মরদেহটির পুরো শরীরের মধ্যে কোমরে শুধুমাত্র গামছা সমতুল্য একটি কাপড় ছিলো।মরদেহটিতে পচন ধরায় কেউ পরিচয় শনাক্ত করতে পারেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)লাইছুর রহমান জানান, 'তিস্তার পানির স্রোতে একটি মরদেহ ভেসে এসে নদীর তীরে আটকে যায়। স্থানীয়দের খবরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার(১১ সেপ্টেম্বর)সকালে নীলফমারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।মরদেহটির শরীরের বিভিন্ন অংশ পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করাও কষ্টকর হয়ে পড়েছে।'
তবে বেওয়ারিশ এই মরদেহটি ডিমলা কেন্দ্রীয় কবরস্থানে পুলিশের সহযোগিতায় দাফন সম্পন্ন করানো হবে বলেও জানান তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube