সুজন মহিনুল,নীলফামারী প্রতিনিধি॥ ইফতার কিনতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে শরিফ উদ্দিন মিয়া(৫৫)নামের এক রোজাদার।বুধবার(৫মে)সন্ধ্যা ৬টার দিকে ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার প্রধান সড়কের হাসপাতাল সংলগ্ন পুলেরপাড় নামক স্থানে। নিহত ব্যক্তি উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের মৃত ছপিল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনার সময় শরিফ উদ্দিন মিয়া ইফতার কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে উপজেলা শহরের হাসপাতাল মোড়ে যাচ্ছিলেন। পুলেরপাড় নামকস্থানে দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কা খেয়ে তিনি পাকা রাস্তার ওপর পরে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে কিশোরীগঞ্জ হাসপাতাল এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ভিন্নজগত নামক স্থানে তিনি মারা যান। কিশোরীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।