নীলফামারী প্রতিনিধি॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং মুজিববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার(২৬ মার্চ) বিকেল ৪টায় নীলফামারীর কারাগারে বন্দিদের জন্য ফোন সেবার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।এতে নীলফামারী কারাগারের বন্দিরা প্রতি সপ্তাহে একদিন পরিবারের সাথে ফোনে কথা বলতে পারবেন।এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোত্তালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, জেল সুপার আরিফ হোসেন, কারাগারের জেলার মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।জেলা কারাগারের জেলার মুশফিকুর রহমান জানান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষ্যে নীলফামারী কারাগারের বন্দিরা এই সুবিধা ভোগ করতে পারবেন। এই সুবিধায় বন্দিরা প্রতি সপ্তাহান্তে এক দিন করে পরিবারের সদস্যদের সাথে ফোন কলের মাধ্যমে কথা বলার সুযোগ পাবেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।