নীলফামারী প্রতিনিধি॥ “মুজিববর্ষে বাংলাদেশ, করবো রোভারিং গড়বো দেশ” এই শ্লোগান নিয়ে নীলফামারীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপি ষষ্ঠ জেলা রোভার মুট ক্যাম্প।বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি)দুপুরের দিকে জেলা সদরের পলাশবাড়ি কলেজ চত্বরে ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এসময় নূর বলেন, রোভার স্কাউটস প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠার শিক্ষা দেয়। এর মাধ্যমে মানুষকে সেবা দিব, মানুষের বিপদে এগিয়ে আসবো শিক্ষা অর্জন করা যায়। অর্জন করা যায় নিষ্ঠা এবং দায়িত্ববোধ। স্কাউটের যে সাতটি আইন রয়েছে তা যদি তোমরা মনে প্রাণে ধারণ করতে পারো তাহলে তোমরা স্কাউটিং’এর সঠিক শিক্ষা অর্জন করতে পারবে।
নূর বলেন, বাংলাদেশে স্কাউটস এর শুরু বঙ্গবন্ধুর হাত দিয়ে হয়েছিল। তাই তোমরা নিষ্ঠার সাথে সেটি ধারণ করার চেষ্টা করবে। মুজিববর্ষে লক্ষ লক্ষ টাকা বিভিন্ন অনুষ্ঠানে খরচ না করে সেই টাকা দিয়ে অসহায় মানুষের সাহায্য করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করছেন তার কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং তার যোদ্ধা হচ্ছো তোমরা।
উদোধন শেষে মুটের সদস্যরা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ওপর একটি ডিসপ্লে প্রদর্শন করেন।
জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য দেন, নীলফামারী সরকারি কলেজের অধ্যক দেবী প্রসাদ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, নীলফামারী পৌর সভার ও জেলা আওয়ামীলীগের সভাপতি মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহিদ মাহমুদ, মশিউর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সারোয়ার মানিক, জেলা রোভারের কমিশনার এ,কে,এম মাহবুবুর জামান, সম্পাদক কাজী জাকিউল ইসলাম, রোভার স্কাউটস লিডার ও ক্যাম্প চীফ করিমুল ইসলাম, পলাশবাড়ি কলেজের অধ্যক্ষ সুমনা শাহনাজ চৌধুরী প্রমুখ।
আয়োজকরা জানান, জেলার ছয় উপজেলার ২৯টি দল অংশ নেয় ক্যাম্পে। এবারের মুটে মেয়েদের ৯টি দলে ৮০জনসহ ৩৬৭জন অংশ নিয়েছেন। কাজ করছেন ৪০জন স্বেচ্ছাসেবক। গত ২৫ ফেব্রুয়ারি থেকে সদস্যরা অবস্থান করছেন ক্যাম্পে।এটি সমাপ্ত হবে ২৯ ফেব্রুয়ারি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।