প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩১, ২০২১, ৯:৪৬ অপরাহ্ণ
নীলফামারীতে ২৫টি সাইকেলসহ চোর চক্রের প্রধান আনোয়ারুল গ্রেফতার

সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি>>
নীলফামারীতে ২৫টি চোরাই বাইসাইকেলসহ আন্তঃজেলা বাইসাইকেলচোর চক্রের প্রধানকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। রবিবার(৩০ মে) দুপুরে জেলা সদরের চওড়াবড়গাছা ইউনিয়নের খাতোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওইসব বাইসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা বাইসাইকেলচোর চক্রের প্রধান আনোয়ারুল ইসলামকে (৪৫) গ্রেফতার করা হয়। গ্রেফতার আনোয়ারুল ইসলাম একই গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে।
জানা যায়, গোপন খবর পেয়ে সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত)মাহমুদ-উন নবীর নেতৃত্বে এসআই বাকিনুর ইসলামসহ পুলিশের একটি দল খাতোয়ালপাড়া গ্রামস্থ আন্তঃজেলা বাইসাইকেলচোর দলের প্রধান আনোয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়িতে থাকা ২৫টি বাইসাকেল উদ্ধারসহ আনোয়ারুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ বলেন,এর আগেও সাতটি চোরাই বাইসাইকেলসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল আনোয়ারুল।তার বিরুদ্ধে নীলফামারীসহ আশপাশের থানায় বাইসাইকেল চুরির একাধিক মামলা রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube