নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীতে রাস্তা থেকে তুলে নিয়ে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী (১৩)কে ধর্ষণের অভিযোগে এক সহযোগী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় শনিবার(২১শে মার্চ) দুপুরে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে গ্রেফতারকৃত জাহিদ হোসেন (২৫)কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।
এর আগে শুক্রবার(২০শে মার্চ) রাতে সদর উপজেলার নতিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নীলফামারী সদর থানার ওসি (তদন্ত) মাহমুদ উন নবী জানান, ওই ছাত্রী গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নতিবাড়ি গাছবাড়ির বাবার মুদি দোকান থেকে নতিবাড়ি কাঞ্চনপাড়া নিজ বাড়িতে ফিরছিল।পথে একই গ্রামের বিটু (২৬)ও তার দুই বন্ধু মাসুদ রানা (৩০)এবং জাহিদ হোসেনের সহযোগিতায় তাকে জোরপূর্বক একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় ছাত্রীটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। রাতেই ছাত্রীটিকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করেন তার বাবা।ওইদিন রাতেই ছাত্রটির বাবা বিটুসহ তিনজনকে আসামি করে মামলা করলে শনিবার দিনগত ভোররাতে জাহিদকে তার বাড়ি থেকে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জড়িত অন্যদেরও গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।