সুজন মহিনুল,নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ বছর, ৩ বছর ও ৬ বছরের শিশু ও ৩ জন চীনা নাগরিকসহ ৩৬ জন।মঙ্গলবার(১০ আগস্ট)বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির।
জেলা করোনা কন্ট্রোল রুমের সূত্র মতে, গত ২৪ ঘন্টায় ২২২ নমুনা পরীক্ষায় নতুন করে ৩৬ জন করোনা আক্রান্ত হয়। এর মধ্যে জেলা সদরে ১৭ জন, সৈয়দপুর উপজেলায় ৯ জন, ডোমার উপজেলায় ৪ জন, ডিমলা উপজেলায় ২ জন, জলঢাকা উপজেলায় ২ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ২ জন রয়েছে। সংক্রমণে জেলার গড় হার ১৬.২২ শতাংশ। অপরদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৬১৫ জন। তাদের মধ্যে জেলা সদরের জেনারেল হাসপাতালে ৩১ জন, নিজ বাড়িতে ১০৫, সৈয়দপুর হাসপাতালে ১৬ জন, নিজ বাড়িতে ২৭২, ডোমার উপজেলার হাসপাতালে ৬ জন, নিজ বাড়িতে ৪৩, ডিমলা উপজেলার হাসপাতালে ২ জন, নিজ বাড়িতে ১১, জলঢাকা উপজেলায় নিজ বাড়িতে ৪৪ জন, কিশোরীগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ৫৭ জন ও রংপুর করোনা ডেডিকেটেড মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে ২৮ জন।
উল্লেখ্য,এ পর্যন্ত চলতি আগস্ট মাসে জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই মাসে ৩১ জনের মৃত্যু হয়েছিল।এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে এ জেলায়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।