সুজন মহিনুল,নীলফামারী প্রতিনিধি>> নীলফামারীতে একটি বাড়িতে অভিযান চালিয়ে বো-মা তৈরির সরঞ্জাম উদ্ধারসহ পাঁচ জ-ঙ্গি-কে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
শনিবার(৪ ডিসেম্বর)সকালে সদরের সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া পুটিহারী এলাকার শরিফুল ইসলাম শরিফের বাড়িতে অভিযান চালিয়ে জাহেদুল ইসলাম(২৮),ওহেদুল ইসলাম (২৬),ওয়াহেদ আলী (৩০),আব্দুল্লাহ আল মামুন সুজা(২৬) ও নুরুল আমিন (২৮) নামের এই পাঁচ জঙ্গিকে আটক করা হয়।এ সময় অভিযানে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।সকাল দশটার দিকে হেলিকপ্টারে ঘটনাস্থলে পৌঁছান র্যাবের বো-ম্ব ডিসপোজাল ইউনিটসহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
পরে সাংবাদিকদের তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকাল থেকে নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া পুটিহারী এলাকার শরিফুল ইসলাম শরিফের বাড়িটি ঘিরে রাখা হয়।পরে বো-ম্ব ডিসপোজাল ইউনিট অভিযান চালিয়ে বো-মা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাবাদের জন্য র্যাব-১৩ রংপুর কার্যালয়ে নেওয়া হয়েছে।অভিযানের বিষয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানান তিনি।
এই কর্মকর্তা আরও বলেন,ওয়াহেদ আলীর নেতৃত্বে এই বাড়িতে বোমা তৈরির কাজ করা হতো বলে আমরা জেনেছি। রংপুর অঞ্চলে সে এই কাজ করতো।
র্যাব-১৩ রংপুরের পরিচালক রেজা আহমেদ জানান, আটক হওয়া ৫ জন ওই বাড়িতে বসে জঙ্গি কার্যক্রম চালিয়ে আসছিল বলে ধারণা করছি আমরা। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।সংবাদ সম্মেলন করে অভিযানের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।