নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, ‘তামাক কোম্পানীর কুট চাল রুখে দাও, তামাক ও নিকোটিন থেকে তরুনদের বাঁচাও’।
রবিবার (৩১ মে)দুপুরে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই উপলক্ষে একটি আলোচনা সভা ও টাস্কফোর্স কমিটির সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন, সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আল আমিন রহমান।
প্রশিক্ষক আল আমিন রহমান জানান, চলতি বছরে ৬২ টি অভিযোগের পরিপ্রেক্ষিতে ১১৫টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে এক লাখ ৪৫ হাজার টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. এলিনা আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. রাসেবুল হোসেন।
সদস্য সচিব জানান, বর্তমানে করোনা ভাইরাসের কারণে বৈশ্বিক মহামারি চলছে। তাই ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারকারীদের কোভিড-১৯ আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। ইদানিং বাংলাদেশের কিছু কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তরুণ তরুণীদের বিশেষ সিগারেট ব্যান্ডের রঙের মোহনীয় পোশাক পরে আকৃষ্ট করার কৌশল লক্ষ্য করা যাচ্ছে। তাই অভিনব কায়দায় কোম্পানীর তামাকজাত দ্রব্য ব্যবহারের প্রচার প্রচারণা বন্ধ করা আমাদের সকলের চ্যালেঞ্জ। এই জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা এনামুল হক, খোকশাবাড়ী ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান বদিউজ্জামান জামান, চেয়ারম্যান হবিবুর রহমান, আব্দুর রউফ চৌধুরী, শাহাজান চৌধুরী, আমিনুর রহমান প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।