নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারী সদরের চারালকাটা নদী খননের বালু নদীর দু’ধারের ফসলী জমিতে ফেলে পাউবোর ঠিকাদার ফসলের ব্যাপক ক্ষতি সাধিত করেছে। ক্ষতিগ্রস্ত ৮৭ কৃষক পরিবার ক্ষতিপূরণের দাবিতে রবিবার(১০মে)সকালে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি ও দুপুরে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন।নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের বেড়াডাঙ্গা বর্মতল গ্রামবাসী চারালকাটা নদীর পাড়ে ক্ষতি পূরণের দাবিতে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন চলাকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে বক্তব্য রাখেন, গোলাম রব্বানী, আজিজুল হক, অতুল সাধু, সাফিয়ার রহমান প্রমুখ।
ক্ষতিগ্রস্ত ২ কৃষকরা বলেন, নদীর দু’ধারের প্রায় ৩শ একর আবাদী জমির ফসল ক্ষতি সাধিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট ঠিকাদার নদী খননের সময় ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিলেও এখন ক্ষতিপূরণ না দিয়ে উল্টো সরকারি কাজে বাধাদানের নামে মামলার হুমকি দিচ্ছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।