আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
সুইজারল্যান্ডভিত্তিক দাতা সংস্থা হেকস/ইপার এর অর্থ সহায়তায় এনএনএমসি ফাউন্ডেশনের মাধ্যমে নীলফামারী জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের আয়োজনে নীলফামারী জেলায় কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের কারণে সৃষ্ট মহামারীকালীন অবস্থা মোকাবেলায় নীলফামারী জেলায় ১১০ টি দলিত পরিবারের মাঝে সহায়তা হিসাবে খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত খাদ্যদ্রব্যের মধ্যে প্রতি পরিবারকে একটি ব্যাগে ১ টি পরিবারের জন্য চাল ৫ কেজি, মসুর ডাল ৫০০ গ্রাম, সয়াবিন তেল ১/২ লিটার, আলু ২ কেজি এবং লবণ ৫০০ গ্রাম প্রদান করা হয়। রবিবার সকালে জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি অ্রাড. রমেন্দ্রনাথ বর্দ্ধন বাপি’র নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, জেলা প্লাটফর্মের সম্পাদক শীষ রহমান, নীলফামারী সদর প্লাটফর্মের সভাপতি মেঘুরাম বাসফোর, ডোমার উপজেলা প্লাটফর্মের সভাপতি তৌহিদা জ্যোতি, সম্পাদক অনীল বাসফোর এবং উপজেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম এবং জেলা প্লাটফর্মের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, খাদ্যদ্রব্য বিতরণের পূর্বে নীলফামারী জেলা প্রশাসন এবং নীলফামারী সদর ও ডোমার উপজেলা প্রশাসনকে সংশ্লিষ্ট প্লাটফর্মের নেতৃবৃন্দ অবগত করেন। প্রশাসনের নিদের্শনা মোতাবেক খাদ্যদ্রব্যগুলো নীলফামারী শহরের মুক্তমঞ্চ প্রাঙ্গনে ১২ এপ্রিল ২০২০ তারিখে ৭৫টি নীলফামারী সদরে এবং ডোমার উপজেলায় ৩৫ টি হরিজন, চর্মকার, নরসুন্দর, ঋষি, মুচি সম্প্রদায়ের দলিত পরিবারের মাঝে বিতরণ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।