প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৬, ২০২৫, ১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৭, ২০২২, ৯:২৬ অপরাহ্ণ
নীলফামারীতে পাঁচ জয়িতা পেলেন সম্মাননা
![]()
নীলফামারী প্রতিনিধি।।নীলফামারী জেলায় অর্থনীতি,শিক্ষা,সফল জননী ও সমাজ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মামনা দেয়া হয়।বুধবার(১৬ ফেব্রুয়ারি)বিভাগীয় প্রশাসনের সহায়তায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জয়িতাদের হাতে সম্মাননা তুলে দেন,নীলফামারী জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।জয়িতারা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় জেলা সদরের মাছপাড়া গ্রামের রুনা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্যাটাগরিতে সৈয়দপুর উপজেলার অফিসার্স কলোনীর হাফিজা খাতুন, সফল জননী হিসেবে জলঢাকা উপজেলার মাথাভাঙ্গা গ্রামের আলেয়া বেগম,নির্যাতনে বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা কিশোরীগঞ্জ উপজেলার মৌলভীরহাট পানিয়ালপুকুরের লিপি বেগম ও সমাজ উন্নয়নে অবদান রাখায় ইসরাত জাহান পল্লবীকে সম্মামনা দেয়া হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা।বিশেষ অতিথি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার,মহিলা বিষয়ক অধিদপ্তরের মহা পরিচালক ফরিদা পারভিন, রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য বিপিএম।এতে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube