প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ৮:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২২, ২০২১, ৭:২৫ অপরাহ্ণ
নীলফামারীতে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার
![]()
সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।। নীলফামারীতে আব্দুল হালিম(৪৭)নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার দুপুরে(২২ফেব্রুয়ারি) সদর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের ইটাপিড় ব্রিজ সংলগ্ন সড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়।সে একই ইউনিয়নের নতিব চাপড়া গ্রামের মৃত, আফসার আলীর ছেলে।
উক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রবিবার সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান হালিম। রাতে বাড়িতে না ফেরায় খুঁজতে থাকা হয় তাকে।এক পর্যায়ে সোমবার সকালে ইটাপিড় ব্রিজের পাশে রাস্তায় থাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তার লাশ শনাক্ত করেন।অটো চালিয়ে সংসার চালাতেন তিনি। ধারণা করা হচ্ছে অটো ছিনতাই করে হত্যা করা হয় তাকে।
নীলফামারী সদর থানার পরিদর্শক(তদন্ত) মাহমুদ উন নবী জানান, তার শরীরে ছুরিকাঘাতের আঘাত রয়েছে। আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়না তদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করব।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube