নীলফামারী প্রতিনিধি।। নাশকতার মামলায় নীলফামারীর ডোমার উপজেলায় তিন ইউনিয়নের জামায়াতের আমীরসহ ২৮ জন আটক হয়েছে। এই মামলার ৩০ জন চার্জশীটভুক্ত পলাতক আসামীর বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারী পরোয়ানা জারি থাকায় সোমবার(৬ সেপ্টেম্বর)দুপুরে জেলা ও দায়রা জজ রেজাউল করিম সরকারের আদালতে আসামীরা আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত ২৮ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাড. অক্ষয় কুমার রায় জানান, ৩০ জন আসামীর মধ্যে দুইজন জামায়াত কর্মী আশিকুর রহমান ও ইনছান আলী শারীরিক অসুস্থতার কারণে আদালত তাদের জামিন দেন।
জানা যায়, ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর ডোমার উপজেলা সদর ইউনিয়ন, জোড়াবাড়ি ইউনিয়ন ও পাঙ্গা মটকপুর ইউনিয়নের জামায়াতের আমীর যথাক্রমে আব্দুল কুদ্দুস, লিয়াকত আলী ও আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সরকারের বিরুদ্ধে আন্দোলনে মাঠে নেমে নাশকতার সৃষ্টি করেন। ঘটনার দিন রাতেই সন্ত্রাস বিরোধী ২০০৯ (সংশোধনী/২০১৩)আইনে ডোমার থানায় তৎকালীন কর্মরত এসআই গোলাম মোস্তফা বাদী হয়ে নামীয় ২২ জনসহ অজ্ঞাত ৭০/৮০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এই মামলার তদন্তে একই সালের ৮ ডিসেম্বর আদালতে ৭৯ জনের নামে অভিযোগপত্র দাখিল করা হয়। উক্ত মামলায় ৩০ জন আসামী গ্রেফতার হয়ে ৬ মাস কারাবাসের পর বর্তমানে আদালত কর্তৃক জামিন পায়। পলাতক ৪৯ জন আসামীর মধ্যে সোমবার (৬ সেপ্টেম্বর) ৩০ জন আত্মসমর্পণ করে আদালতের কাছে জামিন আবেদন করলে আদালত অসুস্থতাজনিত কারণে ২ জনকে জামিন ও বাকী ২৮ জনকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. অক্ষয় কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এই মামলায় এখনও ২১ জন আসামী পলাতক রয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।