নীলফামারী প্রতিনিধি॥ করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যায় নীলফামারী জেলায় নতুন করে আরও ২ জন পজটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলার ছয় উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩২৭ জন।
শনিবার (২৭ জুন) সকাল ৮টায় সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে ১৮ জুনের প্রেরিত রির্পোটে এ তথ্য পাওয়া গেছে।
২ জন নতুন করোনা পজিটিভের মধ্যে নীলফামারী পৌরসভার পূর্ব কুখাপাড়ার এক নারী (৩২) ও ডোমার পৌরসভার চিকনমাটি এলাকার এক ব্যক্তি (৪৫)।
সিভিল সার্জন জানান, এ নিয়ে গোটা জেলায় সর্বমোট করোনা শনাক্ত হলো মোট ৩২৭ জন। এর মধ্যে নীলফামারী সদরে ১০২, জলঢাকা উপজেলায় ৬৪, ডিমলা উপজেলায় ৪৯, সৈয়দপুর উপজেলায় ৪৬, ডোমার উপজেলায় ৩৮ ও কিশোরীগঞ্জ উপজেলায় ২৮ জন। মৃত্যুবরণ করে ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৮ জন।
বর্তমানে আইসোলশনে চিকিৎসাধীন রয়েছে ৯৭ জন। জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ১৪৭ জন ও জেলা স্বাস্থ্য হতে এসেছে ২ হাজার ৮৬৯ জন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।