সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি।।ধান মাড়াই করা গাড়ির ধাক্কায় মিলন রায় নামের ৭ বছরের এক শিশু নিহত হয়েছে।শুক্রবার(২১ মে) দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটাগাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে। শিশু মিলন রায় শালমারা এলাকার দীপক চন্দ্র রায়ের ছেলে। এসময় এলাকাবাসী ধানমাড়াই গাড়ির চালকসহ দুই জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটকরা হলেন, একই এলাকার নুর ইসলামের ছেলে সবুজ ইসলাম (২৮) ও মহসীন আলীর ছেলে মঞ্জুরুল ইসলাম (১৬)।
এলাকাবাসী জানায়, শালমারা গ্রামের দুলাল রায়ের বোরো ধান মাড়াই শেষ করে সবুজ ইসলাম ও মঞ্জুরুল ফিরে যাওয়ার সময় ধান মাড়াই গাড়িতে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায় ওই শিশু। এ সময় গ্রামবাসী তাদের আটক করে থানায় খবর দেয়। পরিবারের লোকজন শিশুটিকে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে পুলিশ ধানমাড়াই গাড়ীর ওই দুইজনকে থানায় নিয়ে যায়।ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।